ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় ১১টি পেট্রোল বোমা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
বরগুনায় ১১টি পেট্রোল বোমা উদ্ধার ছবি: ফাইল ফটো

বরগুনার: বরগুনায় ১১টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।    
 
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়া গ্রাম থেকে এসব উদ্ধার করা হয়।


 
পুলিশ ও স্থানীয়রা জানায়, চরকগাছিয়া গ্রামের আব্দুল হক দেওয়ানের স্ত্রী শাহিদা আক্তার গোবর দিয়ে তৈরি জ্বালানি আনতে সকালে বাড়ির বাইরে যায়। সেখানে একটি বস্তা দেখতে পান। কৌতূহল হলে বস্তার মুখ খুলে সেখানে ব্যাগ ভর্তি পেট্রোল বোমা দেখতে পান।
 
এ সময় তিনি পাশের বাড়ির লোকজনকে খবর দেন। পরে, স্থানীয়রা পুলিশে জানালে ঘটনাস্থল থেকে পেট্রোলবোমাগুলো উদ্ধার করে পুলিশ।
 
বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, নাশকতার উদ্দেশে এগুলো রাখা হয়েছে। কিন্তু স্থানীয় জনগণ ও পুলিশ সতর্ক থাকায় ব্যবহার করার সুযোগ না পেয়ে দুর্বৃত্তরা পরিত্যক্ত অবস্থায় এসব ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫/আপডেটেড: ১৪৩৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।