নেত্রকোনা: নেত্রকোনার আলোচিত রাবেয়া বেগম (৬৫) হত্যা মামলায় জামাল মিয়া (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আসামির উপস্থিতিতে বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল হামিদ এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত জামাল মিয়া জেলার সদর উপজেলার কাটলি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
মামলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাইফুল আলম প্রদীপ জানান, রাবেয়ার সঙ্গে প্রতিবেশী জামাল মিয়ার বিরোধ ছিল। ২০০৬ সালের ১৭ জুন রাতে রাবেয়া তার চাচাতো বোন ফিরোজাকে নিয়ে পার্শ্ববর্তী দোকান থেকে মোমবাতি কিনে বাড়ি ফিরছিলেন। জামাল এসময় রাবেয়াকে জোর করে নিজের বাড়িতে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনার পরদিন রাবেয়ার ছেলে মানিক মিয়া বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০০৬ সালের ২৭ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার এ রায় দেয় আদালত।
আসামি পক্ষের আইনজীবী ছিলেন খাদেমুল ইসলাম খান আনার।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫