ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে অভিক হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
গোপালগঞ্জে অভিক হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জের ব্যবসায়ী অভিক সিকদার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে নিহতের স্বজন ও এলাকাবাসীরা।

বুধবার (১১ ফেব্রুয়ারি)সকাল ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে সদর উপজেলার সোনাকুড় এলাকাবাসীরা এ কর্মসূচি পালন করে।



পরে জেলা প্রশাসকের কাছে হত্যাকারীদের বিচারের দাবিতে স্মারকলিপি পেশ করেন।

এর আগে জানুয়ারির ১৫ (বৃহস্পতিবার) বাড়ি থেকে বের হয়ে অভিক সিকদার নিখোঁজ হন। পরে ৩১ জানুয়ারি নড়াইলের জলডাঙ্গা বিল থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে বলে স্বজনরা দাবি করেন।

এ ব্যাপারে নিহতের ভাই তরিকুল ইসলাম সিকদার বাদী হয়ে সাতজনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। আসামিদের কেউ এখনো গ্রেফতার হয়নি।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।