জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চাঁদার টাকা না পেয়ে বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে সরিষাবাড়ী পৌর এলাকার রেল স্টেশন সংলগ্ন কলোনিতে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মৃত মোজাম্মেল হোসেনের স্ত্রী হাজেরা বেগম বাংলানিউজকে জানান, পৌর এলাকার রেল স্টেশন-সংলগ্ন রেল কলোনিতে দীর্ঘদিন ধরে তিনি বসবাস করছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) একদল দুর্বৃত্ত তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি করা চাঁদা না দেওয়ায় তারা ভোরে ঘরে আগুন ধরিয়ে দেয়। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবসহ নগদ এক লাখ ৮০ হাজার টাকাসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালপত্র পুড়ে যায়।
খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হয়।
সরিষাবাড়ী উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা সানোয়ার হোসেন বাংলানিউজকে জানান, আগুনের সূত্রপাত সর্ম্পকে বিস্তারিত কিছু জানা যায়নি।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫