ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বিচার চেয়ে স্মারকলিপি দেবে সাগর-রুনির পরিবার

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
বিচার চেয়ে স্মারকলিপি দেবে সাগর-রুনির পরিবার ছবি: সায়মন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার চেয়ে মানবাধিকার কমিশনে স্মারকলিপি দেবে উভয় পরিবারের পক্ষে রুনির ভাই নওশের আলম রোমান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. মিজানুর রহমানের কাছে এ স্মারকলিপি জমা দেবেন তিনি।



দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক মানববন্ধনে অংশগ্রহণ শেষে নওশের সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার তিন বছরেও না হওয়ায় আমরা হতাশ। জানি না এর বিচার আদৌ পাবো কি-না। আমরা এখনও আশা করছি ন্যায়বিচার পাবো।

বাংলাদেশ সময় : ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

** সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
** তিন বছরেও খুনের মোটিভ অধরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।