ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ওসমানীতে তদন্ত দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
ওসমানীতে তদন্ত দল

সিলেট: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন গেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত দল।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তিন সদস্যের তদন্ত দলটি হাসপাতালে পৌঁছান।



যুগ্ম-সচিব মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে তদন্ত দলটি প্রথমে  হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুস সবুর মিঞার সঙ্গে বৈঠক করে।
 
পরবর্তীতে দুপুর ১টায় হাসপাতালের পঞ্চম তলায় তিনটি শিশু ওয়ার্ড (ওয়ার্ড-২১,২২ ২৩) পরিদর্শন করেন তদন্ত দলের সদস্যরা। এছাড়া সেখানে তারা রোগীর স্বজনদের সঙ্গেও কথা বলেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে গত ২৪ ঘণ্টায় সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে দশ শিশুসহ ৩২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।