ফেনী: ফেনীর দাগনভূঁঞায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় বিএনপি-জামায়াতের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে দাগনভূঁঞা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল কাদের বাদী এ মামলাটি দায়ের করেন।
এ ঘটনায় মোহাম্মদ হারুন (২২) নামে এ ছাত্রদল কর্মীকে গ্রেফতার করে পুলিশ।
দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দাগনভূঁঞার আমীরগাঁও এলাকায় বসুরহাট এক্সপ্রেস নামে একটি বাসে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। এতে ১১ যাত্রী দগ্ধসহ ২৫ জন আহত হন।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫