ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের খাজুরা গ্রামে নবগঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে জামান রেজা রানা (২৮) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
জামান রেজা রানা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চন্ডিপুর গ্রামের রফিক উদ্দীন শাহের ছেলে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করে ব্যবসা করার প্রস্তুতি নিচ্ছিলেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানা গেছে।
রানার ভাই মোস্তফা কামাল আশা বাংলানিউজকে জানান, মঙ্গলবার বিকেলে রানা ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় বোনের বাড়িতে বেড়াতে যান। রাতে রানা নদীর ধারে বেড়াতে গেলে গ্রামের লোকজন চোর সন্দেহে চিৎকার দেন। এ সময় রানা ভয় পেয়ে নবগঙ্গা নদীতে ঝাঁপ দেন। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। নদীর ধারে রানার স্যান্ডেল পড়ে রয়েছে।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ বাংলানিউজকে জানান, রানা নামে এক যুবক নদীতে ঝাঁপ দিয়ে মঙ্গলবার রাত থেকে নিখোঁজ রয়েছেন বলে এক ব্যক্তি ফোন করে পুলিশকে জানিয়েছেন। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫