গাজীপুর: নাশকতার অভিযোগে জেলার বিভিন্ন স্থান থেকে ২৪জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ককটেলসহ আটক হয়েছেন সাতজন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা জেলা থেকে নাশকতার অভিযোগে এই ২৪জনকে আটক করে পুলিশ। এর মধ্যে কালিয়াকৈরে ডাকাতি করতে গিয়ে ককটেলসহ জনতার হাতে আটক হন সাতজন।
গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরির্দশক মো. সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, হরতাল অবরোধে নাশকতা সৃষ্টির অভিযোগে আটক হয়েছেন ১৭জন। ককটেলসহ ডাকাতি করতে গিয়ে আটক সাতজন কোনো রাজনৈতিক দলের কর্মী কিনা তা যাচাই করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫