ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সংলাপের সম্ভাবনা নাকচ করলেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
সংলাপের সম্ভাবনা নাকচ করলেন প্রধানমন্ত্রী ছবি : সংগৃহীত

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সঙ্গে সংলাপের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় বিএনপি নেতা খালেদা জিয়ার মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।


 
যারা সংলাপের কথা বলছেন, তাদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, খুনিদের সঙ্গে আবার কিসের সংলাপ!
 
তিনি বিএনপি-জামায়াতের কর্মকাণ্ডকে ‘জঙ্গিবাদী কর্মকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে তা প্রচার না করতে সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানান।
 
বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পেট্রোল-বোমায় আহতদের দেখতে  ও তাদের মধ্যে অনুদানের চেক প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
সংলাপের কথা বলা সুশীল সমাজের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, যারা এই কথা বলছেন, তাদের আমি বলবো, আগে যারা সন্ত্রাস করছে, বোমা মেরে মানুষ হত্যা করছে- এরা তো জঙ্গিবাদী কাজ করছে। আগে তাদেরকে বিরত করুক তারা।
 
তিনি বলেন, তাদের যদি এতই উদ্যোগ নেওয়ার উৎসাহ থাকে, তাহলে আগে এই সব কাজ যারা করছে- তাদের এ কাজ বন্ধ করুক। তারা যেন খুনিদের খুন করা থেকে বিরত রাখে।
 
তিনি বলেন, আরেক দল নেমে গেছে, ‘সংলাপ’, ‘সংলাপ’ করে। একেকজন তো তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তারা কী করেছেন? তারা তো ইলেকশন করতে পারেননি। তারা তো পদত্যাগ করে চলে গেছেন।
 
তিনি বলেন, কিছু লোকের একটা খেলা শুরু হয়েছে। তারা চোখে দেখে না, একজন সন্ত্রাস করে যাচ্ছে। মানুষ পুড়িয়ে মারছে। এখানে আমার অপরাধ কী? দু’জনকে এক করবে কেন?
 
সংলাপ বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কার সঙ্গে? হত্যাকারীর সঙ্গে! আগুনে যে পুড়িয়ে মারে, তার সঙ্গে?
 
তিনি বলেন, খুনির সঙ্গে আবার কিসের সংলাপ! যার মাঝে এতটুকু মনুষ্যত্ব নেই! এতটুকু দয়ামায়া নেই, যেভাবে মানুষ পুড়িয়ে মারে!
 
শেখ হাসিনা বলেন, আমি তো গিয়েছিলাম। খালেদা জিয়ার ছেলে মারা গেল, সহানুভূতি জানাতে। গেট বন্ধ করে রাখলো। আমাকে যেতে দেয়নি। আমাকে যেভাবে অপমান করেছে, এই যারা ‘সংলাপ’, ‘সংলাপ’ বলছে- তাদের যদি এভাবে অপমান করে, তারা দ্বিতীয়বার যাবে নাকি!
 
এসএসসি পরীক্ষার সময় হরতাল-অবরোধের কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, আজকে ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না। ছেলেমেয়েরা মানসিকভাবে প্রস্তুত। তারা পরীক্ষা দিতে পারছে না। পরীক্ষা দিতে দিচ্ছে না। যেদিন পরীক্ষা, সেদিন হরতাল দিয়ে পরীক্ষার পথ বন্ধ করছে।
 
শুক্রবারও বাদ যাবে না। শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত হরতাল। এটা কী! এটা ফাজলামো নাকি! খেলা পেয়ে গেছে মানুষের জীবন নিয়ে!
 
হরতাল-অবরোধের নামে সহিংসতা বন্ধে আরো কঠোর হওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা জঙ্গিবাদী কর্মকাণ্ডের হুকুমদাতা, অর্থ জোগানদাতা এবং যারা করছে, জঙ্গিবাদের যেভাবে শাস্তি ও বিচার হয়, আন্তর্জাতিক পর্যায়ে যেভাবে হয়- ঠিক আমরা সেভাবে বিচারের ব্যবস্থা করবো। সেভাবেই আমরা সব কিছু করবো।
 
সহিংসতায় অর্থের যোগানদাতাদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অর্থ যে দেবে, হুকুম যে দেবে, বোমা যে বানাবে, বোমা যে মারবে- তারা সবাই সমান দোষী। যারা বোমা সাপ্লাই দেয়, যারা বোমা মারে এবং যারা হুকুমদাতা, সবার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশে এই জঙ্গিবাদের কোনো স্থান নেই। জঙ্গিবাদ থাকবে না। এটা হলো বাস্তব কথা।
 
তিনি বলেন, যারা এটাকে রাজনীতি বলেন, তারা ভুল বলেন। এটা জঙ্গিবাদ। এটা সন্ত্রাস। সন্ত্রাস যেভাবে দমন করতে হয়, সেভাবে আমরা করে যাচ্ছি এবং করবো। যতদূর যাওয়া লাগে, আমরা যাবো।
 
বিএনপি-জামায়াতের কর্মকাণ্ডকে জঙ্গিবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষকে দেখে সরাসরি পেট্রোল বোমা ছুড়ে মারে, মানুষকে বাঁচার সুযোগ না দিয়ে, এভাবে সরাসরি মানুষ হত্যা করা, এটা কোন ধরনের রাজনীতি। এটা তো সম্পূর্ণ জঙ্গিবাদ, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। এটা কোনো রাজনীতি না। এটা সহ্য করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়।
 
খালেদা জিয়ার মানসিক বিকৃতি ঘটেছে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, সাধারণ মানুষের কথা খালেদা জিয়া বোঝেন না। তারা মানুষ পুড়িয়ে মেরে উৎসব করেন। এটা হচ্ছে দুর্ভাগ্য। সত্যিকার জনগণের জন্য যারা রাজনীতি করেন তারা এভাবে মানুষ পুড়িয়ে মারতে পারেন না। এটা বিকৃত মানসিকতা। ওই মহিলার মানসিক বিকৃতি ঘটে গেছে। নিশ্চয়ই উম্মাদ হয়ে গেছে।
 
খালেদা জিয়া প্রসঙ্গে তিনি আরো বলেন, আমি জানি না, এই মহিলার মধ্যে এতটুকু দয়া মানুষের জন্য আছে কিনা। কেন গুলশানের বাড়িতে বসে আরামে আয়েশে থেকে তিনি হুকুম দিয়ে দিয়ে মানুষ পোড়াচ্ছ্নে। তাকে এই মুহূর্তে মানুষ পোড়ানো বন্ধ করতে হবে।

তিনি বলেন, জামায়াত-শিবিরের কথা ছেড়েই দিলাম। মানুষ মারা, মানুষ খুন করাই তো তাদের চরিত্র। তারা তো ৭১ সাল থেকে এগুলো করে আসছে। এখনো করে যাচ্ছে।
 
তিনি বলেন, আমি বিএনপি নেত্রী খালেদা জিয়াকে বলবো, মানুষ হত্যা করা এই মুহূর্তে তাকে বন্ধ করতে হবে। কারণ, মানুষ হত্যা করার লাইসেন্স তাকে কেউ দেয়নি।
 
সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি দেশবাসীর কাছে আহ্বান জানাবো, তারা যেন সবাই মিলে এই ধরনের জঘন্য কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।
 
বোমাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা এই ধরনের কাজ করবে, বোমা মারবে, তাদের সঙ্গে সঙ্গে ধরিয়ে দিতে হবে। ধরিয়ে দিলে আমরা পুরস্কার দেবো। পুরস্কার আমরা দিয়ে যাচ্ছি।
 
জঙ্গিদের নিউজ সংবাদমাধ্যমে প্রচার না করা আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তারা তো জঙ্গি দলই। জামায়াত-বিএনপি এরা জঙ্গি। আপনারা দেখছেন না! জঙ্গিদের নিউজ দেখানো বন্ধ করেন না! জঙ্গিদের নিউজ দেখানো বন্ধ করেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে।
 
তিনি বলেন, তাদের যারা বেশি কভারেজ দিচ্ছেন, তারা বেশি উৎসাহিত করছেন। এটা বন্ধ করেন। দেখবেন, অমনি তা কমে যাবে। কেন জল্লাদের প্রচার করছেন। জল্লাদের প্রচার বন্ধ করেন, সব কমে যাবে।
 
দেশব্যাপী বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ-হরতালের নামে চলমান সহিংসতা ও পেট্রোল-বোমায় দগ্ধদের দেখতে বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি আহত প্রত্যেককে ১০ লাখ টাকা করে অনুদান তুলে দেন। পারিবারিক সঞ্চয়পত্রের মাধ্যমে এই অনুদান দেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে অবরোধ সমর্থকদের আগুনে দগ্ধ হয়ে ৬৩ জন চিকিৎসাধীন রয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।