রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে দুই শিশুকে বাঁচাকে গিয়ে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির ধাক্কায় মারা গেলেন ফাহি খাতুন (৩০) নামের এক নারী।
এসময় ভটভটি উল্টে আরও পাঁচ যাত্রী আহত হন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শাহাব্দিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহি একই এলাকার শাহীন আলীর স্ত্রী।
রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ বলেন, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে শাহাব্দিপুর বাজারে মাছ কিনছিলেন ফাহি বেগম। দুই শিশু তার সামনে দিয়ে মহাসড়ক পার হচ্ছিলো। এসময় রাজশাহীর দিকে যাচ্ছিলো যাত্রীবাহী একটি ভটভটি। দুর্ঘটনার আশঙ্কায় তাদের বাঁচাতে ফাহি খাতুন দৌড়ে গিয়ে দুই শিশুকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে সরিয়ে দেন।
এসময় ভটভটির ধাক্কায় ফাহি নিজেই রাস্তার উপর ছিটকে পড়েন। পরে ভটভটিটি উল্টে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে ফাহি খাতুনের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫