ঢাকা: রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষ হত্যাকে মর্মান্তিক ও বর্বরতা হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদন।
তিনি বলেন, এ ধরনের সহিংসতা মঙ্গল বয়ে আনবে না।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ইইউ রাষ্ট্রদূত এ মন্তব্য করেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব এম নজরুল ইসলাম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করেন পিয়েরে মায়াদন।
প্রধানমন্ত্রীর কাছে বার্ন ইউনিট পরিদর্শনের কথা তুলে ধরে তিনি বলেন, একজন মানুষ কীভাবে এই বর্বরোচিত কাজ করতে পারে।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার বার্ন ইউনিট পরিদর্শনের কথা বলেন পিয়েরে মায়াদানকে।
রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি পেট্রোল-বোমা মেরে মানুষ হত্যা করছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, তাদের হাত থেকে শিশু ও অন্তঃসত্ত্বাও রেহাই পাচ্ছেন না।
বিএনপির কর্মকাণ্ডকে জঙ্গিবাদী সংগঠন আইএসআইএসের (আইএস) সঙ্গে তুলনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। আইএসের মতো কাজ।
২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নিতে না পারায় বিএনপিও নির্বাচনে অংশ নেয়নি।
এ সময় দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারে বিএনপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়ার প্রস্তাব দেওয়ার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) বাংলাদেশের বিশ্বস্ত অর্থনৈতিক সহযোগী হিসেবেও উল্লেখ করেন পিয়েরে মায়াদান।
ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ এবং ইউরোপীয় উন্নয়নের মধ্যে ‘বিজনেস কাউন্সিল’ গঠনের কথা বলেন তিনি।
ব্লু-ইকোনমি এবং বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও যোগাযোগখাতের ওপর ইউরোপীয় ইউনিয়নের গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে পিয়ারে মায়াদন বলেন, বাংলাদেশ এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে পারে।
বাংলাদেশের কৃত্রিম উপগ্রহের জন্য সহায়তা দিতেও আগ্রহ প্রকাশ করেন ইউরোপীয় ইউনিয়নের নতুন রাষ্ট্রদূত।
২০২১ সালের মধ্যে তৈরিপোশাক রফতানিতে ৫০ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশকে সহায়তা দেওয়ার কথাও বলেন পিয়ারে মায়াদন।
সেই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথের উন্নয়নের জন্য আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫