ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরের পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
গাজীপুরের পোশাক শ্রমিকের লাশ উদ্ধার ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুর মহানগরের নাওজোর এলাকা থেকে মনি রানী দাস (২২) নামে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে লাশটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।



পুলিশ জানায়, এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে মহানগরের কড্ডা নান্দুন এলাকা থেকে লাশটি উদ্ধার হয়। নিহত মনি রানী দাস (২২) নাওজোর এলাকার জেকে কটন মিল লিমিটেড কারখানার কর্মী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলার মনপুরা এলাকার সীতাকুণ্ড গ্রামে। তিনি নান্দুন এলাকার স্থানীয় গোবিন্দ দাসের বাড়িতে ভাড়া থাকতেন।

জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, সকালে ওই এলাকায় লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। লাশের পাশ থেকে একটি রক্তমাখা লাঠি উদ্ধার হয়েছে।

ভোরে কারখানায় যাওয়ার উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হন। পথে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যেতে পারে বলে জানান এসআই নাজমুল।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।