ঢাকা: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ সরকারের উদ্দেশে বলেছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ তৎকালীন সময়ে দায়িত্বশীল ব্যক্তিদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হোক। তবেই সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডে জড়িতদের প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সমাবেশে তিনি এ দাবি জানান।
শওকত মাহমুদ বলেন, এখন পর্যন্ত সাগর-রুনির খুনিদের প্রকৃত তথ্য যদি না পাওয়া যায়, তবে সাবেক মন্ত্রীসহ দায়িত্বশীল ব্যক্তিদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হোক। তাহলেই সব তথ্য বেরিয়ে আসবে।
তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতার করা হবে। তৎকালীন মহাপুলিশ পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেছিলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তকাজে প্রণিধানযোগ্য অগ্রগতি হয়েছে।
তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর বলেছিলেন, আশা করি, অচিরেই রহস্য উন্মোচিত হবে।
কিন্তু, এই সব দায়িত্বশীল ব্যক্তিদের কথার প্রতিফলন কেন আর হলো না, প্রশ্ন তোলেন এই সাংবাদিক নেতা।
তিনি বলেন, এ কারণে তাদের (সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ তৎকালীন সময়ে দায়িত্বশীল ব্যক্তি) জিজ্ঞাসাবাদ করলেই খুনিদের প্রকৃত তথ্য জানা যাবে। কী কারণে তাদের কথা প্রতিফলন হয়নি, তাও জানা যাবে।
সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেন, অনেকদিন ধরেই ঐক্যবদ্ধ আন্দোলন চলছে। কিন্তু, এই ঐক্যবদ্ধ আন্দোলনকে নস্যাৎ করা হয়েছে। ক্ষমতাসীন দলের সবাই এই হত্যাকাণ্ডের পর অগ্রগতির কথা বলেছেন। কিন্তু, আজও সাগর-রুনি হত্যাকাণ্ডের কোনো কূল-কিনারা হয়নি।
সাগর-রুনি হত্যাকাণ্ডের তৃতীয় বার্ষিকীতে প্রকৃত খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশ)-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ)-ডিইউজে।
বিএফইউজের জ্যেষ্ঠ সহ-সভাপতি এম আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ডিইউজ’র সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী, জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৪