ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
ঝিনাইদহে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার ছবি: প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের খাজুরা গ্রামের নবগঙ্গা নদীতে নিখোঁজ হওয়া জামান রেজা রানা (২৮) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া দুইটার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়।



জামান রেজা রানা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চন্ডিপুর গ্রামের রফিক উদ্দীন শাহের ছেলে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করে স্ত্রী সন্তান নিয়ে ঝিনাইদহ শহরের আদর্শপাড়ায় বসবাস করতেন।

ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে ঝিনাইদহ শহরের চাকলা পাড়ায় দুলাভাই ইমদাদুল ইসলাম মিজানের  বাড়িতে বেড়াতে যান রানা। সেখান থেকে ফেরার পথে এলাকাবাসী তাকে চোর সন্দেহ করে ধাওয়া করে। এ সময় তিনি দৌড়ে পার্শ্ববর্তী নবগঙ্গা নদীতে ঝাঁপ দেন।

পরে ওই রাতেই তার স্বজনেরা নদীতে খোঁজা-খুঁজি করেও সন্ধান না পেয়ে পুলিশকে খবর দেন। বুধবার সকালে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের একদল ডুবুরি দুপুর সোয়া দুইটার দিকে নদী থেকে রানার মৃতদেহ উদ্ধার করে। শ্যাওলাতে জড়িয়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ডুবুরিরা প্রাথমিকভাবে ধারণা করেছে।

এদিকে, রানার পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ করায় মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নদী পাড়ের বাসিন্দা জাহিদুল ইসলাম জানান, রাতে নদীতে বাঁচাও বাঁচাও শব্দ শুনে তারা বের হয়ে আর কিছুই দেখতে পাননি।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।