খাগড়াছড়ি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় ডলিপ্রু মারমা (৬) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মধ্যবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ডলিপ্রু মহালছড়ি এলাকায় অংতাই মারমা মেয়ে ও একই এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
স্থানীয়রা জানান, দুপুরে ডলিপ্রু মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। পথে ডলিপ্রু মধ্যবাজার এলাকায় এলে একটি অটোরিকশা তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার নিচে পড়ে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠায়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫