ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা বন্ধে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা বন্ধে মানববন্ধন ছবি: জাহিদ সায়মন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাধারণ মানুষের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করে হত্যা বন্ধে প্রতিবাদসহ দেশের চলমান রাজনৈতিক সহিংসতা ও সংকট নিরসনে মানববন্ধন করেছে  দুটি বেসরকারি উন্নয়ন সংস্থা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে নর্থবেঙ্গল ডেভেলপমেন্ট কাউন্সিল ও হিউম্যান রাইটস ওয়াচ।



মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বর্তমান অরাজকতা, বিশৃঙ্খলা ও নিরীহ মানুষদের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করে হত্যা করা বন্ধ করতে হবে।

বক্তারা আরও বলেন, দেশ ও দেশের মানুষকে বাঁচাতে জাতির বিবেককে জাগ্রত করতে হবে। তাই সংকট নিরসনের লক্ষে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে।

নর্থবেঙ্গল ডেভেলপমেন্ট কাউন্সিলের পক্ষ থেকে কাউন্সিলের সেক্রেটারি জেনারেল এম শরীফুল ইসলাম, ড. প্রভাষ চন্দ্র রায়, আহসান উল্লাহ শামীম ও হিউম্যান রাইটস ওয়াচ কমিশনের পক্ষে সংস্থার সভাপতি মো. আব্দুর রহমান মানববন্ধনে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।