খুলনা: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার দাবিতে খুলনায় মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিক মহল এবং সাধারণ জনগণ।
বুধবার(১১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর শিববাড়ি মোড়ে মাছরাঙা টেলিভিশন খুলনা অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহবুব আলম সোহাগের পরিচালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন মাছরাঙা টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান মোস্তফা জামাল পপলু।
মানববন্ধনে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীতে নিজেদের বাসায় খুন হন সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। এ ঘটনায় মামলা হলেও হত্যার ৩বছরে অগ্রগতি সন্তোষজনক নয়। এখন পর্যন্ত জমা হয়নি তদন্ত প্রতিবেদনই।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫