ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ছাগলনাইয়ায় বড় ভাইকে কুপিয়েছে ছোট ভাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
ছাগলনাইয়ায় বড় ভাইকে কুপিয়েছে ছোট ভাই

ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়ন পূর্ব শিলুয়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে রফিক আহম্মদ (৫৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে তার ছোট ভাইয়েরা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনার ঘটে।


 
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পূর্ব শিলুয়া গ্রামের মৃত আব্দুর রশিদের বড় ছেলে রফিক আহম্মেদর সঙ্গে তার ছোট দুই ভাই সফিকুর রহমান (৪৫) ও ফরিদ আহম্মদের (৪০) জমির ভাগ বন্টন নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সকালে ছোট দুই ভাই সফিকুর, ফরিদ ও স্বপনের নেতৃত্বে ৮/১০জন ধারালো অস্ত্র এবং লোহার রড দিয়ে রফিকের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় রফিকের আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। একপর্যায়ে রফিককে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক জানান, রফিকের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।