ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
রূপগঞ্জে ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  
 
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন এ আদেশ দেন।


 
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বরাব রসুলপুর এলাকার মৃত কালু মিয়ার ছেলে কামাল হোসেন (৫০) ও কাঞ্চন এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে আরমান আলী (৪৮)।  
 
রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজিম উদ্দিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বরাব রসুলপুর এলাকা থেকে দুইশ’ গ্রাম গাঁজাসহ কামাল হোসেন ও কাঞ্চন এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ আরমান আলীকে আটক করা হয়।  
 
দুপুরে আটক দুই মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় অভিযোগ প্রমাণিত হলে তাদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত।
 
দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এএসআই।   
 
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।