রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনোয়ার হোসেন নামে এক সিবিএ নেতাকে হত্যার ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাঞ্চন এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলার তাড়াইল এলাকার হাফেজ মোহাম্মদ ইলিয়াছ মিয়ার ছেলে রহমত উল্লাহ (২৫), ফজলুল হকের ছেলে আলম মিয়া (২৮) ও বিরাব এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে আব্দুল করিম (৬০) ।
এর আগে গত সোমবার মধ্যরাতে কাঞ্চন পৌরসভার বিরাব এলাকায় আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে জানান, গত ১০ দিন আগে চুরি করার অভিযোগে বিরাব এলাকার হানিফা মিয়া নামে এক যুবককে শাসন করেন আনোয়ার হোসেন।
এতে ক্ষিপ্ত হয়ে হানিফা মিয়াসহ ৪/৫ জন প্রতিপক্ষ রাত ১২টার দিকে বিরাব এলাকায় ধারালো অস্ত্র দিয়ে আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করে।
তিনি আরো জানান, আটক আলম মিয়া ও রহমত উল্লাহ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। পলাতক হানিফা মিয়াকে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি ।
নিহত আনোয়ার হোসেন উপজেলার তাড়াইল এলাকার মৃত নজিম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় নবাব আশকারী ঝুট মিলের সিবিএ নেতা ছিলেন। এছাড়া তিনি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫