ঢাকা: কর্মজীবী নারীদের আবাসন সমস্যা দূর করতে রাজধানীসহ দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি উদ্যোগে আরও মহিলা হোস্টেল নির্মাণের কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী কার্যালয়ে জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদের (এনসিডাব্লিউসিডি) সভায় তিনি এ কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন- সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবসহ বাংলাদেশ রেড ক্রিসেন্টের চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জাতীয় মহিলা সমিতির সভাপতি। সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের ব্রিফ করেন।
নারীর অর্থনৈতিক মুক্তিই মূলত নারীর ক্ষমতায়ন বলে সভায় মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য তাদের আরও কার্যকর প্রশিক্ষণ দিয়ে নারীদের আর্থিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার কথা বলেন।
নারীদের ব্যবসা-বাণিজ্যে আরও বেশি সম্পৃক্ত করার পাশাপাশি নারী উদ্যোক্ততা বাড়ানোর বিষয়ে আলোচনা হয় সভায়।
এছাড়া জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ বাস্তবায়নের অগ্রগতি, শিশুদের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়েছে।
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধে পেট্রোল বোমা হামলা করে শিশু ও নারীদের পুড়িয়ে মারার প্রতিবাদ ও এর সঙ্গে জড়িতদের প্রতি ধিক্কার জানানো হয় সভায়।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫