ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বন্ধ হলো আয়েশার বাল্যবিয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
বন্ধ হলো আয়েশার বাল্যবিয়ে

মাগুরা: মহিলা পরিষদ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে বাল্যবিয়ের ‍হাত থেকে রক্ষা পেয়েছে মাগুরার শ্রীপুরের আয়েশা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রী।

বুধবার দুপুরে মহিলা পরিষদের নেত্রীরা ও প্রশাসনের কর্মকর্তারা বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে মেয়ের পরিবারকে বুঝিয়ে এ বিয়ে বন্ধ করেন।



মহিলা পরিষদ মাগুরা জেলা শাখার আন্দোলন সম্পাদিকা শিরিনা খাতুন বাংলানিউজকে জানান, শ্রীপুর উপজেলার রাজাপুর গ্রামের রাজমিস্ত্রি মিরুল ইসলামের মেয়ে সপ্তম শ্রেণির মেধাবী ছাত্রী আয়েশাকে তার খালাতো ভাই রাজ মিস্ত্রির সহযোগী শামিমের (১৮) সঙ্গে বিয়ের আয়োজন চলছিল।

খবর পেয়ে মহিলা পরিষদ মাগুরা জেলা শাখার পক্ষ থেকে প্রথমে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে তা জানানো হয়। তার মাধ্যমে শ্রীপুর উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়। কিন্তু এরপরও বিয়ের আয়োজন চলতে থাকায় দুপুর ২টার দিকে মহিলা পরিষদের একটি প্রতিনিধিদল স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে বিয়ে বাড়িতে যান।

পরে তারা আমলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবানন্দ দাস ও স্থানীয় কমিউনিটি পুলিশিং সদস্যদের সহযোগিতায় বাল্যবিয়ে বন্ধের ব্যবস্থা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আফরোজ, মহিলা পরিষদের শ্রীপুর শাখার সভাপতি কুলসুম বেগম, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কামরুন্নাহার বকুল, ডলি রহমান, ফওজিদা আক্তার হিরা প্রমুখ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আওলাদ হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ভবিষ্যতে যেন গোপনে বিয়ের ব্যবস্থা না হয় সেজন্য স্থানীয় কমিউনিটি পুলিশিং সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।