গাজীপুর: হরতাল-অবরোধে পেট্রোল বোমা মেরে মানুষ মারার প্রতিবাদে ও আইন করে হরতাল-অবরোধ নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গাজীপুর জেলা শাখা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে এ মানববন্ধন করা হয়।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টি গাজীপুর জেলা শাখার সভাপতি আ. মজিদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও বাংলাদেশ কৃষি গবেষণা ফার্ম শ্রমিক ফোডারেশনের সভাপতি মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫।