ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কসবায় স্ত্রীকে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
কসবায় স্ত্রীকে গলা কেটে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিউটি আক্তার (২৭) নামে এক গৃহবধূকে তার স্বামী গলাকেটে হত্যা করেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে কসবা পৌর এলাকার কালিকাপুরে এ ঘটনা ঘটে।



বিকেলে নিহতের লাশ ময়নাতদেন্তর জন্য জেলা সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে। এদিকে এ ঘটনার পর থেকে ঘাতক স্বামী মহসীন মিয়া পলাতক রয়েছে।

কসবা থানার পরিদর্শক (তদন্ত) মাঈন উদ্দিন জানান, সকাল ১১টার দিকে ওই দম্পতির ছয় মাস বয়সী শিশু সন্তানের চিৎকার শুনে আশেপাশের লোকজন মহসিন মিয়ার বাড়িতে জড়ো হয়। এ সময় তারা ঘরে ঢুকে বিউটি আক্তারের রক্তমাখা লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনার পরপরই ওই গৃহবধূর স্বামী মহসিন মিয়া বাড়ি থেকে সটকে পড়ে।

ওসি আরও জানান, ঘাতক মহসীন মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে বিকেল নাগাদ এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

বিউটি আক্তারের বাবার বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।