ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সহিংসতার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
সহিংসতার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: পুড়িয়ে ও বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১২টায় বরিশাল নগরীর চৌমাথা এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে প্রাণের ৭১ নামে একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।



এতে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সাবেরা খতুন স্কুলের প্রধান শিক্ষক সুভাশ চন্দ্র হাওলাদার, কারিগড়ি কলেজ বিআইটিসির শিক্ষক আনিসুর রহমান, বিট এর শিক্ষক আসাদুজ্জামান টিটু, জেলা কৃষকলীগ নেতা মিজানুর রহমানসহ প্রমুখ।

বক্তারা হরতাল-অবরোধ আহ্বানকারীদের প্রতি সহিংসতা বন্ধ ও নাশকতাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

এরআগে একই ঘটনায় বেলা ১১টায় গৌরনদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বরিশাল-ঢাকা মহাসড়কের মাহিলাড়া বাসস্ট্যান্ড, বাটাজোর বাসস্ট্যান্ড, কাছেমাবাদ ও আশোকাঠী ফিলিং স্টেশন পর্যন্ত কয়েক কিলোমিটার সড়কজুড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহমেদ, সহকারী অধ্যাপক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজ, বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. রব হাওলাদার প্রমুখ।

মানববন্ধনে অংশগ্রহণ করেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদ, মাহিলাড়া ডিগ্রি কলেজ, এএন মাধ্যমিক বিদ্যালয়, বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়, জঙ্গলপট্টি দাখিল মাদ্রাসা, মাহিলাড়া বাজার ব্যবসায়ী সমিতি, মাহিলাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ মাহিলাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিল্বগ্রাম বাজার ব্যবসায়ী, বিল্বগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাহিলাড়া নূরানী কওমী মাদ্রাসা, বেজহার সরকারি প্রাথমিক বিদ্যালয়, জঙ্গলপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাহিলাড়া মর্ডান ক্লাবসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতারা।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।