ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ৩

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
বদরগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ৩

রংপুর: রংপুরের বদরগঞ্জে বোরো চাষের জমিতে ড্রেন নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।



বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছোটহাজীপুর মৃধাপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই এলাকার আব্দুল কাফির ছেলে রেজাউল (৪৫), আব্দুল হামিদের ছেলে মনসুর আলী (৬৫), মমিনুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (৪০)।

জানা যায়, বোরো মৌসুম শুরু হওয়ায় ওই এলাকার লোকজন স্থানীয় একটি সেচ যন্ত্র থেকে পানি নিতে ড্রেন নির্মাণের উদ্যোগ নেন। কিন্তু এতে বাধ সাধেন ওই এলাকার বাসিন্দা মাহবুর রহমান। কিন্তু তার জমি দিয়ে ড্রেন নির্মাণ করা না গেলে এলাকার অনেক জমি অনাবাদি থেকে যাবে। একারণে ড্রেন নির্মাণে বাধা না দিতে এলাকার লোকজন মাহবুবকে অনুরোধ করেন। কিন্তু কিছুতেই রাজি হননি তিনি।

একারণে এলাকার লোকজন একজোট হয়ে ওইদিন সকালে ড্রেন নির্মাণ করতে গেলে মাহবুব এলাকার ৬-৭জন চিহ্নিত সন্ত্রাসী নিয়ে জমিতে যান এবং ড্রেন নির্মাণকারীদের বেধড়ক পেটান।

এতে আহত হন ওই এলাকার আব্দুল কাফির ছেলে রেজাউল (৪৫), আব্দুল হামিদের ছেলে মনসুর আলী (৬৫), মমিনুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (৪০)। পরে এলাকার লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, মামলা দায়েরের পর পরই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তবে এবিষয়ে মাহবুর রহমান কোনো কথা বলতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।