ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোর শাস্তি দেওয়া হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোর শাস্তি দেওয়া হবে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান বলেছেন, যারা আন্দোলনের নামে রাতের আঁধারে পেট্রোলবোমা ছুড়ে মানুষ পুড়িয়ে মারছে ও রাষ্ট্রের সম্পদ ধ্বংস করছে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
 
বুধবার (১১ ফেব্রুয়ারি) মেহেরপুর জেলা পুলিশ আয়োজিত সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



এর আগে সদর উপজলোর রাজনগর মোড় ও মুজবিনগরে তিনটি পথসভা করেন ডিআইজি মনিরুজ্জামান।

গাংনী বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল জাভেদ সুলতান, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন) দিদার আলম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) খন্দকার রফিকুল ইসলাম, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এর পরিচালক লেফটেন্যান্ট ইনামুল আরিফ সুমন ও রেঞ্জ রিজার্ভ ফোর্সের পরিচালক ড. নাজমুল করীম খান।

এছাড়া গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিদুজ্জামান খোকনও সভায় বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।