জাতীয় সংসদ ভবন থেকে: বিএনপি-জামায়াত ইস্যুবিহীন অবরোধ ও হরতালের নামে নিরীহ মানুষের ওপর বোমা নিক্ষেপ করছে, আগুণ দিয়ে পুড়িয়ে দিচ্ছে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে এ পর্যন্ত ৩৯ জনকে নৃশংসভাবে পুড়িয়ে মেরেছে তারা বলে সংসদে জানিয়েছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আমরা বিএনপি-জামায়াতের নাশকতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। নাশকতা সৃষ্টিকারীদের প্রতিহত করার জন্য যতটুকু কঠোর হওয়া প্রয়োজন আমরা তা হবো।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আবদুর রউফের তারকা চিহৃত প্রশ্ন-৩৮ এর জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। বিকেল ৪টা ৩৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।
এ সময় প্রধানমন্ত্রীর জানান, বিএনপি-জামায়াতের সহিংসতায় ১৭৯টি বিভিন্ন ধরনের যানবাহনে আগুন ধরিয়ে এবং রেলপথে ২৩টি নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে সরকারি-বেসরকারি সম্পদের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি সাধন করা হয়েছে। আগুনে পোড়া দুই শতাধিক মানুষ অসহ্য কষ্ট নিয়ে দিন পার করছে। ঢাকা মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন হাসপাতালের বার্ন ইউনিটে পোড়া চামড়া-মাংসের গন্ধ আর তাদের আহাজারি প্রতিটি মানুষের হৃদয়কে স্পর্শ করছে। প্রায় ১৫ লাখ এসএসসি (মাধ্যমিক) পরীক্ষার্থীকে জিম্মি করে তারা হরতাল-অবরোধের নামে নাশকতা করছে।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের সহিংসতা ১৯৭১ সালের পাকবাহিনীর নৃশংসতাকে হার মানায়। বাংলার মানুষকে এখন যেভাবে খুন করছে তারা এই হত্যাযজ্ঞ ১৯৭১ কেও হার মানায়। এছাড়া সম্প্রতি আইএসআইএস যে পদ্ধতিতে আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করছে বিএনপি-জামায়াত জোটও একই পদ্ধতি অনুসরণ করছে। ফলে এটা বোঝা যায় এ হত্যাকাণ্ডের সঙ্গে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা রক্ষায় বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। যারা নিরীহ মানুষ হত্যা করছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সব আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাসমূহকে নির্দেশ প্রদান করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা বিএনপি-জামায়াতের নাশকতামূলক কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। নাশকতা সৃষ্টিকারীদের প্রতিহত করার জন্য যতটুক কঠোর হওয়া প্রয়োজন আমরা তা হবো।
এ সময় তিনি বিএনপির উদ্দেশে বলেন, নাশকতা বন্ধ করুন, তা না হলে এ দেশের জনগণ তার উপযুক্ত জবাব দেবে।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫