ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মানুষ হত্যাকারীদের সঙ্গে সংলাপ নয়, বললেন ধর্মমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
মানুষ হত্যাকারীদের সঙ্গে সংলাপ নয়, বললেন ধর্মমন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: বাসে আগুন দিয়ে মানুষ হত্যাকারীদের সঙ্গে কোনো সংলাপ নয় বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ধমর্মন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান। পাশাপাশি পেট্রোল বোমাবাজদের ধরিয়ে দিতে ১০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছেন মন্ত্রী।



বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ শহরের শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্ত্বরে সম্মিলিত শিক্ষক সমাজ ও অভিভাবক আয়োজিত হরতাল-অবরোধের নামে শিক্ষাজীবন ধ্বংসের প্রতিবাদ ও এসএসসি পরীক্ষা নির্বিঘেœ অনুষ্ঠিত হওয়ার দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রিন্সিপাল গোলাম সারোয়ার, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি আবু বক্কর সিদ্দিক, অধ্যাপক আবু তাহের, অধ্যাপক আব্দুল বারী প্রমুখ।

পরীক্ষার সময় হরতাল না দিতে বিএনপি নেত্রীর প্রতি আহবান জানিয়ে অভিভাবকদের উদ্দেশ্যে ধমর্মন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান বলেন, নির্বিঘেœ আপনারা সন্তানদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাবেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ১৪ দলের নেতাকর্মীরা আপনাদের প্রয়োজনীয় নিরাপত্তা দেবেন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।