সাতক্ষীরা: দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় সাতক্ষীরার কলারোয়া উপজেলায় লাল বানু (৪৬) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার চেষ্টা চালিয়েছে স্বামী ইব্রাহিম হোসেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, দুপুরে ইব্রাহিম হোসেন লাল বানুর কাছে দ্বিতীয় বিয়ের অনুমতি চান। কিন্তু লাল বানু অনুমতি না দেওয়ায় ইব্রাহিম তার হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যার চেষ্টা করে। এ সময় লাল বানুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ইব্রাহিম পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পুলিশ ইব্রাহিম হোসেনকে আটকের চেষ্টা করছে।
বাংলাদেশ সময়: ১৮০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫