মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের দূর্গাবাড়ি এলাকা থেকে মো. শাহীন মিয়া (২৫) নামে এক বাক-প্রতিবন্ধী যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাহেদুল বাংলানিউজকে জানান, দুপুরে দূর্গাবাড়ি এলাকায় কড়ই গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দেওয়া একটি মৃতদেহ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫