মাগুরা: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরায় দু’পক্ষের সংঘর্ষ চলাকালে ১৫টি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার আমুড়িয়া গ্রামে এ সংঘর্ষ হয়।
সংঘর্ষে কমপক্ষে তিন জন আহত হয়েছেন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় মইনুল ইসলাম বাংলানিউজকে জানান, কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের রফিক মোল্লা ও হাতেম মোল্লার সঙ্গে অপর দুই সামাজিক নেতা একই গ্রামের মন্নু এবং টিটোর সমর্থকদের দ্বন্দ্ব চলে আসছিল।
বুধবার সকালে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। দুপুর পর্যন্ত চলা সংঘর্ষে ১৫টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
পরবর্তী সংঘাত এড়াতে পুলিশ দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চালাচ্ছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫