সুনামগঞ্জ: দুর্নীতির মামলায় সিলেট বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচলক ডা. ইকবাল হোসেন এবং একই দপ্তরের সহকারী পরিচালক আব্দুর মুমিন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন সুনামগঞ্জের স্পেশাল জজ ও জেলা জজ ইসরাইল হোসেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে সুনামগঞ্জের স্পেশাল জজ আদালতে হাজির হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নিদের্শ দেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন, সুনামগঞ্জের সাবেক অতিরিক্ত জেলা প্রসাশক কামরুল অলম, সুনামগঞ্জের তৎকালীন সিভিল সার্জন ডা. হারিছ উদ্দিন, বাংলাদেশ সরকারি কর্মকমিশন সিলেট বিভাগের সহকারী পরিচালক আব্দুল হালিম এবং সুনামগঞ্জ সিভিল সার্জন অফিসের অফিস সহকারী আব্দুল হালিম।
মামলার বিবরণে জানা যায়,গত বছরের ২২ এপ্রিল দুর্নীতি দমন কমিশন সমন্বিত সিলেট জেলা কার্যালয়ের আব্দুস ছালাম বাদী হয়ে ওই ৬ জনকে আসামি করে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলায় তিনি উল্লেখ করেন, ২০১০ সালে সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগের অধীনে বিভিন্ন পদে নিয়ম বর্হিভূতভাবে ১২০জন লোক নিয়োগ করা হয়। এ নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় ৩০ ভাগ হিসেবে ৩৬ জনের স্থলে ৩২ জন,এতিম প্রতিবন্ধী কোটায় ১০ ভাগ হিসেবে ১২জনের স্থলে ০১জন, আনসার/ভিডিপি কোটায় ১০ ভাগ হিসেবে ১২জনের স্থলে ০৪জন এবং উপজতীয় কোটায় ৫ ভাগ হিসেবে ৬জনরে স্থলে কোনো লোক নেওয়া হয়নি।
এছাড়া টেবুলেশন শিট ও নিয়োগ কমিটির ব্যক্তিগত নম্বর ফদ্দের্ ঘষামাজা করে অযোগ্য প্রার্থীকে যোগ্য হিসেবে নিয়োগ দিয়ে দুর্নীতি করেছেন। গত বছেরর ১৩ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করা হয়।
মঙ্গলবার এ দুই আসামি আদালেত হাজির হলে বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠানোর নিদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়রি ১১, ২০১৫