মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে আব্দুল বাছেদ (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুক্তাদির আজিজ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুল বাছেদ পৌরসভার বোয়ালী গ্রামের জনৈক কেরামত আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আব্দুল বাছেদ ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। বুধবার বেলা ১২টার দিকে এলাকাবাসী হেরোইনসহ তাকে আটক করে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যজিস্ট্রেট মুক্তাদির আজিজ ওই মাদক ব্যবসায়ীকে এ সাজার নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫