নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে তিন জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিদ্দিকুর রহমান ওই দণ্ডাদেশ দেন।
কিশোরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) শাহজাহান আলী জানান, জুয়া খেলার সময় উপজেলার সদরের ফার্নিচার মাঠের পেছন থেকে মুকুল হোসেন, হাসান আলী ও বাদশা মিয়াকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত মুকুল ও হাসান আলীর তিনদিন এবং বাদশার একমাস কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তদের বিকেলে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এসআই।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫