নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গুলিভর্তি বিদেশি পিস্তলসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন একজন সাংবাদিক।
বুধবার দুপুরে ক্রেতার ফাঁদ পেতে গুলিভর্তি পিস্তলসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
পুলিশে সোপর্দরা হলেন- ইমরান (২০), শাকিল (১৩) ও আল-আমিন (১২)।
তারা প্রত্যেকেই ঢাকার দক্ষিণ বাড্ডা দারোগা বাড়ি মোড় এলাকায় বসবাস করেন। এদের মধ্যে ইমরানের কাছ থেকে পাঁচটি গুলিভর্তি একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে। ৭ পয়েন্ট ৬২ বোরের পিস্তলের সঙ্গে একটি ম্যাগজিন ছিল।
ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদউল্লাহ জানান, আটক ইমরান কিছুদিন আগে ফতুল্লার চৌধুরী বাড়ি এলাকায় বসবাস করতেন। ওই সময় মাইদুল নামে তার এক বন্ধু ছিল। তিনি বুধবার দুপুরে রাজধানীর বাড্ডা থেকে দুই কিশোরসহ বন্ধুর কাছে আসেন একটি পিস্তল বিক্রির জন্য।
মাইদুল পিস্তল কেনার বিষয়টি চিন্তা-ভাবনার জন্য সময় চেয়ে ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদউল্লাহর কাছে যান। তখন তিনি কিনবেন বলে জানালে ইমরানকে তার কাছে নিয়ে আসা হয়। এরপর পিস্তলটি বের করে তাকে দেখানোর সময় আশপাশের লোকজন ডেকে ইমরান ও তার দুইসঙ্গীসহ তিনজনকে আটক করে থানায় ফোন করেন।
পরে ফতুল্লা মডেল থানার পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, আটক তিনজনের মধ্যে ইমরানের কাছ থেকে পাঁচটি গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। ৭ পয়েন্ট ৬২ বোরের পিস্তলের সঙ্গে একটি ম্যাগজিন ছিল।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫