রাজবাড়ী (গোয়ালন্দ): রাজাবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ইছাক মুন্সির পাড়া গ্রামে অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের সাতটি ঘর ভস্মিভূত হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারী) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থরা জানান, অহিদ ফকিরের রান্না ঘরের চুলা থেকে অসাবধানতা বশত আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আশপাশে ৭টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ঘরের মধ্যে থাকা নগদ ৪০ হাজার টাকাসহ মূল্যবান আসবাবপত্র ও বিপুল পরিমাণ কৃষি পণ্য পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই সাতটি ঘর পুরোপুরি পুড়ে য়ায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেন।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫