ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
যশোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

যশোর: যশোরে সড়ক দুর্ঘটনায় রুমা পারভীন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় নিহতের ভাই মাহাবুব হোসেন (৩৫) ও ভাবী তৃষ্ণা বেগম (৩০) আহত হয়েছেন।



বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের যশোর সদর উপজেলার হুদা রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুমা পারভীন যশোর সদর উপজেলার নোঙ্গরপুর গ্রামের ইউসুফ আলীর মেয়ে।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, মাহাবুব হোসেন তার স্ত্রী তৃষ্ণা বেগম ও বোন রুমাকে নিয়ে মোটরসাইকেলে করে যশোর শহরে আসছিলেন। পথিমধ্যে সদর উপজেলার হুদা রাজাপুর এলাকায় পৌঁছালে মাগুরামুখী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে রুমা নিহত হয়। আহত হন তার ভাই ও ভাবী।

আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।