সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরে ক্যালেন্ডার ও স্টিকার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দ্বাবারিয়া এলাকায় রশিদ ক্যালেন্ডার ডাইং অ্যান্ড ফিনিশিং মিলসে এ ঘটনা ঘটে।
আগুনে সুতা ও বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি কারখানা মালিকের।
ওই কারখানার ফোরম্যান আবু তাহের জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন সমগ্র কারখানায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি দল এসে প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই সুতা, মোটর, মেশিন, গ্যাস সিজিং মেশিন, মাসরাইজার মেশিনসহ বিভিন্ন পণ্য পুড়ে যায়।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের ইউনিট লিডার গোলাম মোস্তফা অগ্নিকাণ্ডের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫