ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ওমানে দগ্ধ হয়ে ৪ বাংলাদেশির মৃত্যু

কমলনগরে স্বজনদের আহাজারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
কমলনগরে স্বজনদের আহাজারি

লক্ষ্মীপুর: ওমানের নিউ সানাইয়া শহরে একটি দর্জি (টেইলার্স) দোকানে অগ্নিদগ্ধ হয়ে ৪ বাংলাদেশিসহ ৬ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে এক যুবকের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে।

নিহতের নাম শিপন (২৩)। তার অকাল মৃত্যু খবরে বাড়িতে মা-বাবাসহ স্বজনদের মাতম আর আহাজারি চলছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোররাতে অগ্নিকাণ্ডে এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত শিপন উপজেলার চর জাঙ্গালীয়া গ্রামের আবুল বাশার মাঝির ছেলে। দুই বছর আগে শিপন ওমানে যান, সেখানে একটি দর্জি দোকানে চাকরি করতেন।

নিহত শিপনের বাবা জানান, ওমান থেকে প্রতিবেশি কবির হোসেন মৃত্যুর বিষটি নিশ্চিত করে বলেন, রাতে ওই দোকানে শিপনসহ ৪ বাংলাদেশি এবং ২ জন পাকিস্তানি কাজ শেষে ঘুমিয়ে পড়েন।

ভোররাতের দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দগ্ধ হয়ে তাদের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল আওয়াল বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি। মৃতদেহ দেশে আনতে পরিবার থেকে সহযোগীতা চাইলে প্রশাসনিক ও ব্যক্তিগতভাবে সহযোগীতা করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।