বরিশাল: হরতাল ও অবরোধের নামে দেশব্যাপী বোমা হামলা, মানুষ হত্যা ও সহিংসতা বন্ধের দাবিতে বরিশালে প্রতিবাদ সভা ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ বরিশাল বিভাগীয় শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- অধ্যাপক শাহ সাজেদা, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি সৈয়দ দুলাল, নজরুল ইসলাম চুন্নু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ, সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বাসুদেব ঘোষ প্রমুখ।
এ সময় বক্তারা হরতাল ও অবরোধের নামে দেশব্যাপী বোমা হামলা, মানুষ হত্যা ও সহিংসতা বন্ধের দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫