ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ককটেলসহ বিএনপি কর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
মাগুরায় ককটেলসহ বিএনপি কর্মী গ্রেফতার

মাগুরা: মাগুরা সদরের ইছাখাদা বাজারে দুটি ককটেলসহ রাজু আহমেদ (২৩) নামে বিএনপির এক কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় ইছাখাদা বাজারে তল্লাশি করে ককটেলসহ তাকে আটক করা হয়।



মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ধ্যায় ইছাখাদা বাজারে পুলিশের নিয়মিত তল্লাশি চলছিল। এ সময় রাজু এক সহযোগীসহ মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। তাদের থামার নির্দেশ দিলে রাজুর সহযোগী পালিয়ে যায়।

এ সময় রাজুকে তল্লাশি করে ২টি তাজা ককটেল উদ্ধার কর‍া হয়। পরে মোটরসাইকেলসহ তাকে আটক করে পুলিশ।

তিনি আরো জানান, এ ঘটনায় বিস্ফোরক আইনে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।