ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গীতিকার- সুরকার কাজী আবুল ফাত্তাহ’র মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
গীতিকার- সুরকার কাজী আবুল ফাত্তাহ’র মৃত্যু মুক্তিযোদ্ধা কাজী আবুল ফাত্তাহ

ঢাকা: ‘নিঠুর পৃথিবী দিয়েছো আমায়, আঁখি জল উপহার’- আব্দুল জব্বারের গাওয়া কালজয়ী এ গানটির গীতিকার ও সুরকার, মুক্তিযোদ্ধা কাজী আবুল ফাত্তাহ ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহে......... রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।



বাংলাদেশ সময় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা ১৫মিনিটে চিকিৎসাধীন অবস্থায় নিউইয়র্কের জ্যামাইকা হাসপাতালে মারা যান তিনি। তিনি স্ত্রী ও পাঁচ সন্তান রেখে গেছেন।

কাজী আবুল ফাত্তাহ’র জামাতা ডা. সজল আশফাক বাংলানিউজকে তাঁর মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

এক সপ্তাহ আগে রাস্তায় বরফে পিছলে পড়লে তাঁর হিপ জয়েন্ট ভেঙ্গে যায়। অপারেশনের পর সুস্থ থাকলেও হঠাৎ গত ৮ ফেব্রুয়ারি তাঁর অবস্থার অবনতি ঘটে এবং আইসিইউতে স্থানান্তর করা হয়।

কাজী আবুল ফাত্তাহ বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত নিয়মিত শিল্পী ছিলেন। এছাড়াও পেশাগত জীবনে তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে সফল ছিলেন। তাঁর পৈতৃক নিবাস নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার নোয়াপুর গ্রামে।

নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জ্যামাইকা মুসলিম সেন্টারে মরহুমের জানাজা হওয়ার পর বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিউইয়র্কের লং আইল্যান্ডে সমাহিত করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।