গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে টেম্পু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল খালেক (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ সময় গৌর চন্দ্র (১৯) নামে অপর একজন আহত হন।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের উপজেলার হোসেনপুর ইউনিয়নের মেরীরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক উপজেলা সদরের নুনিয়াগাড়ী গ্রামের মঞ্জুরুল ইসলাম বগার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে আব্দুল খালেক ব্যক্তিগত কাজে ঘোড়াঘাট যান। বিকেলে মোটরসাইকেলে করে ঘোড়াঘাট থেকে পলাশবাড়ী ফেরার পথে মেরীরহাট এলাকায় বিপরীতমুখী যাত্রীবাহী একটি টেম্পুর সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় তার সঙ্গে থাকা গৌর চন্দ্র আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫