ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ১৭ অটোরিকশাচালককে দণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
নারায়ণগঞ্জে ১৭ অটোরিকশাচালককে দণ্ড ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: প্রশাসনের নির্দেশ অমান্য করায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় ব্যাটারিচালিত ১৭টি অটোরিকশা আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে ওই অটোরিকশার চালকদের কাছ থেকে ৫ হাজার ৪শ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।



বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউজুল আজমের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ নির্দেশ দেন।

এর আগে গত সোমবার (০৯ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় ডিসি আনিছুর রহমান মিঞা বলেন, নারায়ণগঞ্জ নগরীতে ইঞ্জিনচালিত কোনো রিকশা আর চলতে দেওয়া হবে না। কারণ এগুলোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এগুলোকে যাতে সিটি করপোরেশন কোনো লাইসেন্স না দেয় সে বিষয়ে চিঠিও দেওয়া হবে।

সিটি করপোরেশনকে শক্ত ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়া ইউএনও গাউছুল আজমকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন ডিসি।

কিন্তু এর পরেও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অটোরিকশা চলাচল করে। পরে বুধবার সন্ধ্যায় ফতুল্লার চাঁদমারী এলাকাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যাটারিচালিত ১৭টি অটোরিকশা আটক করা হয়। পরে ওই অটোরিকশার চালকদের ৫ হাজার ৪শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও গাউছুল আজম।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।