ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

স্কুল ছাড়লেও স্কুলছাত্রীর পিছু ছাড়েনি বখাটে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
স্কুল ছাড়লেও স্কুলছাত্রীর পিছু ছাড়েনি বখাটে

লক্ষ্মীপুর: উত্ত্যক্তে অতিষ্ঠ হয়ে ৫ম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী বিদ্যালয় ছাড়লেও বখাটেরা পিছু ছাড়েনি তার। ভয়ে বোনের বাড়িতে আশ্রয় নিলেও একাধিকবার তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে।

বাধা দেওয়ায় ছাত্রীর বাবাকে কুপিয়ে জখম করেছে বখাটেরা।   
  
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন গ্রামে ঘটে এ ঘটনা। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বিষয়টি তুলে ধরেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।   
  
এ ঘটনায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে, এখনো কোনো আসামি গ্রেফতার হয়নি। এর আগে, রোববার (০৮ ফেব্রুয়ারি) রাতে ছাত্রীর বাবাকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটে। বর্তমানে ওই স্কুল ছাত্রীর বাবা নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।   
বখাটে সবুজ উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৬ নম্বর ওর্য়াডের বাসিন্দা বসু ব্যাপারির ছেলে।  
  
স্থানীয় চরমার্টিন ইউনিয়নের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাসেম হাওলাদার বাংলানিউজকে জানান, চর কালকিনি কে আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রীকে বখাটে সবুজ দীর্ঘদিন থেকে উত্ত্যক্ত করে আসছিলেন। ভয়ে ওই ছাত্রী গত ৪/৫ মাস থেকে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এরপরও ওই বখাটেরা তার পিছু ছাড়েনি। বখাটে সবুজ সহযোগীদের নিয়ে স্কুলছাত্রীকে তুলে নিতে বাড়ির আশপাশে প্রায় ঘোরাফেরা করেন। ভয়ে ওই স্কুল ছাত্রী পার্শ্ববর্তী নাছিরগঞ্জ বাজারে বোনের বাড়িতে আশ্রয় নেয়।  
  
শনিবার (০৭ ফেব্রুয়ারি) রাতে সবুজ ৭/৮জন সহযোগীকে নিয়ে বোনের বাড়িতে গিয়ে স্কুল ছাত্রীকে তুলে পার্শ্ববর্তী মাঠে নিয়ে যায়। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে।   
  
পরদিন, রোববার (০৮ ফেব্রুয়ারি) রাতে ওই বখাটে ফের তাকে বোনের বাড়ি থেকে তুলে নিয়ে যান। খবর পেয়ে দ্রুত স্কুল ছাত্রীর বাবা দৌড়ে ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেন। এ সময় বখাটে ও তার সহযোগীরা তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা বাবা ও মেয়েকে উদ্ধার করে। আহত বাবাকে প্রথমে লক্ষ্মীপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে, অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  
  
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, উত্ত্যক্ত করার বিষয়টি আগে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে বখাটেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হতো। এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বলা হয়েছে।  
  
এ বিষয়ে জানতে চাইলে কমলনগর থানার ওসি কবির আহাম্মদ বলেন, থানায় মামলা হয়েছে। বখাটে সবুজসহ তার সহযোগীদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।   
  
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।