বগুড়া: শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে দেশের পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং সন্ত্রাস ও নাশকতা মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খোরশেদ আলম।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসনের পক্ষে এ আহ্বান জানান তিনি।
খোরশেদ আলম বলেন, দেশটা আমাদের সকলের। তাই দেশকে ভালবাসলে, দেশের মানুষকে ভালবাসলে তার পক্ষে নাশকতা করে বা পুড়িয়ে মানুষ মারা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ।
রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, ভিন্ন ভিন্ন পছন্দ থাকতে পারে। কিন্তু দেশের স্বার্থে সবাইকে এক কাতারে দাড়াতে হবে। বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ ভাঙচুর, অগ্নিসংযোগ, সন্ত্রাস বা পেট্রোল বোমা মেরে নাশকতার মাধ্যমে মানুষ হত্যা করার বিপক্ষে। তাই গুটি কয়েক মানুষের জন্য গোটা জাতি দূর্ণাম নিতে পারে না বা এদের কাছে মাথানত করতে পারেনা। আর এসব তখনই মোকাবেলা করা সম্ভব, যখন দেশের স্বার্থে সকলে ব্যক্তিস্বার্থ বিসর্জন দিয়ে ঐক্যবদ্ধ থাকতে পারবে।
কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তাছলিমা খাতুনের সভাপতিত্বে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ইন সার্ভিস ট্রেইনিং) মনিরা সুলতানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ অধ্যক্ষ মাওলানা তায়েব আলী, কাহালু পৌরসভার মেয়র হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মমতা আরজু কবিতা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কাজী আব্দুর রশিদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মোমেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইব্রাহীম আলী ধলু, সাধারণ সম্পাদক শাহিন সরদারসহ সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫