ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় সন্ত্রাসী হামলায় আহত বাপ্পীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
আশুলিয়ায় সন্ত্রাসী হামলায় আহত বাপ্পীর মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার: আশুলিয়ায় সন্ত্রাসীদের হামলায় আহত ঝুট ব্যবসায়ী বাপ্পী মিয়া এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোরে তিনি মারা যান।



পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাতে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় বাপ্পীকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন স্থানীয় হালীম মেম্বারের লোকজন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার ভোরে কর্তব্যরত চিকিৎসক বাপ্পীকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আজাহরুল ইসলাম বাংলনিউজকে বলেন, আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

বাংলাদেশ সময় : ০৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।