চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্র ও ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে এগুলো উদ্ধার করা হয়।
বিজিবি বাংলানিউজকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে আটটার দিকে চাঁপাইনবাবগঞ্জে নয় বর্ডার গার্ড ব্যাটালিয়নের মনাকষা বিওপির একটি টহল দল জেলার শিবগজ্ঞ উপজেলার ভারতীয় সীমান্তবর্তী পারচৌকা গ্রামের একটি আম বাগানে আগে থেকে ওৎ পেতে থাকে। এ সময় দুই ব্যক্তি আম বাগানের দিকে এলে টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা হাতে থাকা বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরে টহল দল বস্তাটির ভেতর থেকে বিদেশি পিস্তল, দু’টি ম্যাগজিন, সাত রাউন্ড গুলি ও ৩৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এ ব্যাপারে নয় বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক আবু জাফর শেখ মো. বজলুল হক জানান, উদ্ধারকৃত পিস্তল, ম্যাগজিন, গুলি ও ফেনসিডিল বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫